বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | SSKM Hospital: রাজ্যে প্রথম প্লাজমা এক্সচেঞ্জের মাধ্যমে লিভারের জটিল অসুখ সারিয়ে তুলল এসএসকেএম

Kaushik Roy | ১২ আগস্ট ২০২৪ ২০ : ০৮Kaushik Roy


বিভাস ভট্টাচার্য

চিকিৎসা ব্যবস্থায় নতুন দিশা দেখাল এসএসকেএম। 'প্লাজমা এক্সচেঞ্জ'র মাধ্যমে সুস্থ করে তুলল লিভার খারাপ হয়ে যাওয়া প্রায় মরণাপন্ন এক রোগীকে। চিকিৎসা বিজ্ঞানে যাকে বলা হয় 'লিভার ফেইলিওর পেশেন্ট'। এই রোগীকে 'লিভার ট্র্যান্সপ্ল্যান্ট'-এর পরামর্শ দিয়েছিল রাজ্যের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল। গত মে মাসে এই সাফল্য পায় এসএসকেএম-এর স্কুল অফ ডায়জেস্টিভ অ্যান্ড লিভার ডিজিজেজ (এসডিএলডি) বিভাগ।



এবিষয়ে এসডিএলডি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. মহিনউদ্দিন আহমেদ জানিয়েছেন, 'রাজ্যে এই প্রথম ট্র্যানসপ্ল্যান্ট ছাড়াও লিভারের কঠিন অসুখে ভোগা একজন রোগীকে প্লাজমা এক্সচেঞ্জের মাধ্যমে সুস্থ করে তোলা হয়েছে। বর্তমানে ওই রোগী ভালো আছেন এবং ধীরে ধীরে একেবারেই
স্বাভাবিক জীবনযাত্রার দিকে এগোচ্ছেন।'



ডা.মহিউদ্দিন বলেন, হাওড়া জগাছার বাসিন্দা ওই রোগী একজন মহিলা। তাঁর বিয়েও ঠিক হয়ে গিয়েছে। কিন্তু হঠাৎ করে সাধারণ জন্ডিস থেকে তাঁর লিভার দুই সপ্তাহের মধ্যে পুরোপুরি অকেজো হয়ে যায়। বিভিন্ন বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসার জন্য যান কিন্তু পরীক্ষার পর সকলেই তাঁকে লিভার ট্র্যান্সপ্ল্যান্টের পরামর্শ দেয়।' তিনি জানান, ট্র্যান্সপ্ল্যান্টের জন্য লিভার সবসময় পাওয়া যায় না। এটা তাঁকে বুঝিয়ে বলা হয় এবং পরীক্ষার পর চিকিৎসকরা তাঁর প্লাজমা এক্সচেঞ্জের সিদ্ধান্ত নেন।



ডা. মহিউদ্দিন বলেন, 'এই রোগীর ক্ষেত্রে যে সমস্যাটা সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছিল সেটা হল রোগী 'লিভার কোমা'য় আক্রান্ত হন। যার ফলে অস্বাভাবিক আচরণ এবং পরিচিতদের চিনতেও অসুবিধা হচ্ছিল। যেটা অত্যন্ত বিপজ্জনক একটি দিক এবং এখানে রোগীর প্রাণ সংশয় তৈরি হয়।'


চলতি বছরের মে মাসে ওই রোগীর প্লাজমা এক্সচেঞ্জ করা হয়। কী এই প্লাজমা এক্সচেঞ্জ? ডা. মহিউদ্দিন বলেন, একইসঙ্গে রোগীর প্লাজমা বের করে আনা হয় এবং তাঁকে প্লাজমা দেওয়া হয়। এক্ষেত্রে আমরা ওই রোগীর পরপর তিনদিন প্লাজমা এক্সচেঞ্জ করেছিলাম‌। এবিষয়ে অন্য যে চিকিৎসক যুক্ত ছিলেন তিনি এসডিএলডি বিভাগের চিকিৎসক ডা. দীপক কুমার। রোগীকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হয়েছিল। যখন দেখা যায় রোগী সুস্থ হয়ে গিয়েছেন তখন তাঁকে ছেড়ে দেওয়া হয়। এই থেরাপি আমরা প্রয়োজন অনুযায়ী অন্য রোগীদের ক্ষেত্রেও ব্যবহার করব।'


#Kolkata News#Health News#West Bengal



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

স্বাস্থ্যসচিবের অপসারণের দাবি, ফের রাজ্যকে ই-মেল, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত ...

রাতের শহরে ফের আক্রান্ত ট্র্যাফিক সার্জেন্ট, চিকিৎসা করাতে নিজেই ছুটে গেলেন হাসপাতালে...

খাস কলকাতায় ফের প্রোমোটারের দাপাদাপি, আহত ১

'যদি কাগজে লেখ নাম', কর্তব্যরত নার্সকে প্রেমপত্র দিয়ে বিপাকে যুবক...

নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন, অংশগ্রহণ করল ৯২টি দল...

সোম-রাতে বলেছিলেন মমতা, মঙ্গলে পুলিশের সঙ্গেই বড় বদল স্বাস্থ্যেও ...

কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা, বিনীত হলেন এডিজি এসটিএফ ...

পড়ুয়াদের দক্ষ ও শিল্পমুখী করে তোলার বিশেষ প্রচেষ্টা এসএনইউ’‌র ...

কালীঘাটে মমতার বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে হল বৈঠক, মিলল সমাধান?‌ ...

প্লাবিত এলাকা নিয়ে চিন্তিত মমতা, দিলেন এই নির্দেশ ...

সরকার এবং ডাক্তারদের নিঃশর্ত আলোচনা জরুরি, নয়তো নৈরাজ্যের পথে চলে যাবে পশ্চিমবঙ্গ...

চিকিৎসকদের শর্ত মানল রাজ্য, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা...

বিশ্বকর্মা পুজোর দিন কম চলবে মেট্রো, জেনে নিন সময়সূচি ...

ফের খাস কলকাতার হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১...

তিন ঘণ্টা অপেক্ষা করলেন মুখ্যমন্ত্রী, লাইভ স্ট্রিমিংয়ে অনড় চিকিৎসকরা, হল না বৈঠক ...

আরজি কর কাণ্ডে নয়া মোড়, ধর্ষণ, খুনের মামলায় গ্রেপ্তার সন্দীপ ঘোষ সহ দুই ...

হাতজোড় করে বলছি ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে ভিজ না, জুনিয়র ডাক্তারদের প্রতি আবেদন মুখ্যমন্ত্রীর...

পুজোর মুখে বিস্ফোরণে কেঁপে উঠল কলকাতা, কাগজ কুড়োতে গিয়ে হাত উড়ল একজনের...

'দিদি' মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে চেয়ে জুনিয়র ডাক্তারদের ই-মেল, কালীঘাটে বৈঠকে ডাকলেন মুখ্যসচিব...



সোশ্যাল মিডিয়া



08 24